আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন।  আপনারা সবাই জানেন  আজ ৩০শে এপ্রিল ২০২৩ থেকে এসএসসি ও সমাপনী পরীক্ষা শুরু হয়েছে।  আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়েছে।  আগামী মে মাসের ২ তারিখে হবে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা।  বাংলা দ্বিতীয় পত্রের নিয়ে আজকে আমাদের এই পোস্ট।  আজকের পোস্ট পড়লে আপনারা বাংলা দ্বিতীয় পত্র পূর্ণাঙ্গ সাজেশন পেয়ে যাবেন।  

কেন সাজেশন থেকে পড়বেন 

বাংলা দ্বিতীয় পত্রে অনেক বড় সিলেবাস।  যেহেতু এসএসসি পরীক্ষা তাই নির্দিষ্ট কোন সিলেবাস নাই।  নবম দশম শ্রেণীতে যা যা পড়ানো হয়েছে সবগুলো থেকেই আসবে।  একটা গ্রামার বইয়ের রচনা অংশের জন্য অনেক পড়া  দেওয়া থাকে।  যা চাইলেও আপনি সবগুলো শেষ করতে পারবেন না।  তাই পরীক্ষা শেষ সময় শেষ প্রস্তুতির জন্য সাজেশন থেকে পড়বেন।  আমরা যে সাজেশন দিব তা থেকে শুভকামনা আসবে না।  কিন্তু অনেকটাই কমানোর নিশ্চয়তা দেয়া যায়।  তাই যারা অনেক ভাল স্টুডেন্ট তারা এর বাইরে অনেক পড়া পড়বেন।  আর যারা মোটামুটি লেভেলের স্টুডেন্ট তারা এখান থেকে পড়লে মোটামুটি কমন আসবে।  

Ssc bangla 2nd paper suggestions 2023


বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ২০২৩ কুমিল্লা বোর্ড 
বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ২০২৩ যশোর বোর্ড 
বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ২০২৩ রাজশাহী বোর্ড 
বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ২০২৩ ঢাকা বোর্ড 
বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ২০২৩  সিলেট বোর্ড 
বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ২০২৩ ময়মনসিংহ বোর্ড  
বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ২০২৩ চট্টগ্রাম বোর্ড 
বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ২০২৩ বরিশাল বোর্ড 
বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ২০২৩ দিনাজপুর বোর্ড 


বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ২০২৩ সকল বোর্ড 


বাংলা দ্বিতীয় পত্রের জন্য রচনা অংশের জন্য একটা সাজেশন এবং বহুনির্বাচনি অংশের জন্য আরেকটা সাজেশন আমরা নিচে দিয়ে দিব।  আপনারা এগুলো থেকে দেখে দেখে পড়বেন।  এছাড়াও আমরা একটা পিডিএফ দিয়ে দিব আপনারা চাইলে পিডিএফ থেকে দেখে দেখে পড়তে পারবেন।  পরীক্ষার যেহেতু আর দুই দিন বাকি এই দুই দিনে আপনারা চাইলে এই পড়া গুলো শেষ করে ফেলতে পারবেন।


বর্ণনামূলক বংশের সাজেশন 


✓ অনুচ্ছেদ * 

Ssc bangla 2nd paper suggestions 2023


গ্রান্থাগার : 

যৌতুক প্রথা :

স্বাধীনতা দিবস :

একুশে বইমেলা :

তথ্যপ্রযুক্তি :

নারীশিক্ষা : 

পরিবেশ দূষণ :

বাংলা নববর্ষ : 

বাংলাদেশের মুক্তিযুদ্ধ :

 শিশুশ্রম : 

 সড়ক দূর্ঘটনা :

যানজট :

শিশুশ্রম :

↪️ Read Now: আইপিএল খেলা ফ্রিতে দেখার উপায় ২০২৩

ভাব সম্প্রসারণ √


~ স্বদেশের উপকারে নেই যার মন।

~ গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন।

~ দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য । 

~ কীর্তি মানের মৃত্যু নেই । 

~ ভোগে নয় , ত্যাগেই প্রকৃত সুখ । 

~ জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো । 

~ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি । 

~ পরের অনিষ্ট চিন্তা করে যেই জন।

~  চরিত্র মানুষের অমুল্য সম্পদ ।

~ দূর্নীতি জাতীয় জীবনে অভিশাপস্বরুপ । 

~ আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্যে । 

~ নানান দেশের নানান ভাষা।

~ আলো বলে অন্ধকার তুই বড় কালো।

~ পাপীকে নয় , পাপকে ঘৃনা কর । 

~ দুঃখের মত এত বড়ো পরশ পাথর আর নেই । 

~ অর্থই অনর্থের মুল । 

~ শৈবাল দিঘেরে বলে উচ্চ করে শির। 

~ স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।


সারাংশ / সারমর্ম 

• অভ্যাস ভয়ানক জিনিস.... সব পণ্ড হবে।

• মানুষের মূল্য কোথায় ....... চরিত্রবান মানে এই ।

• আজকের দুনিয়াটা আশ্চার্যভাবে....  সন্দেহ থাকে না ।

• অতীতকে ভুলে যাও  .... জীবন নিয়ে বাঁচতে ।

• কীসে হয় মর্যাদা ...... অবজ্ঞায় বলব যাও । 

• শ্রমকে শ্রাদ্ধার সঙ্গে.... সংসারের কর্মক্ষেত্রে ।

• মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ..... আনয়নে সক্ষম ।

• খুব ছোট ছিদ্রের মধ্যে..... নিরবচ্ছিন্ন উৎস ।

•  জাতি শুধু বাইরের,...........

•  মানুষের মূল্য কোথায় ?.............. 

•  শ্রমকে শ্রদ্ধার সংগে গ্রহন..........

•   অতীতকে ভুলে যাও........

•   কীসে হয় মর্যাদা ?............

•  নিন্দুকেরে বাসি আমি...... 

•   কোথায় স্বর্গ , কোথায় নরক.......

 বসুমতি কেন তুমি........ একেবারে ছাড়ে ।

 দৈন্য যদি আসে .................   হাত বাড়াস ।

 পরের মুখে শেখা বুলি .......  দু কোথাও পাবি নারে ।

 নিন্দুকের বাসি আমি.......  তাহার কৃপা ভরে ।

 সার্থক জনম আমার........ মুদব নয়ন শেষে ।

 হউক সে মহাজ্ঞানী.......  সেই পাষণ্ড বর্বর ।

 

   ********** ....... .......      ***********



গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা 

Ssc bangla 2nd paper suggestions 2023


→ মানব জীবনে বিজ্ঞান • 

→ কৃষিকাজে বিজ্ঞান

 → অধ্যাবসয় 

 → শ্রমের মর্যাদা 

 > ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য

 > পরিবেশ দূষণ কম্পিউটার 

 → মাদকাসক্তি ও তার প্রতিকার 

→ দ্রব্যমূল্য বৃদ্ধি ও জনজীবন 

→ বাংলাদেশের মুক্তিযুদ্ধ 

→ একটি শীতের সকাল

 →আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

→দৈনন্দিন জীবনে বিজ্ঞান

→অধ্যবসায় 

→ পরিবেশ দূষন ও প্রতিকার



প্রতিবেদন


 দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 

 বৃক্ষরোপনের গুরুত্ব

  ডেঙ্গুজরের ভয়াভহতা 

  খাদ্যে ভেজাল

   মাদকাশক্ত ও তার প্রতিকার 

  যানজট সম্পর্কিত 

  সড়ক দূর্ঘটনা 

  শিশুশ্রম বন্ধ 


You May Like


চিঠি 

ভবিষ্যৎ জীবনের লক্ষ সম্পর্কে পত্র। 

পরিক্ষায় কৃতিত্ত্ব প্রদর্শন সম্পর্কে পত্র। 

ঐতিহাসিক স্থান ভ্রমন সম্পর্কে পত্র। 

পরিক্ষার পর অবসর দিন সম্পর্কে পত্র । 

সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে পত্র। 

শিক্ষামূলক সফরের উপকারিতা সম্পর্কে পত্র।

গ্রামকে নিরক্ষরতা মুক্তকরা সম্পর্কে পত্র।

Ssc bangla 2nd paper suggestions 2023


বহুনির্বাচনি অংশের জন্য সাজেশন 

Ssc bangla 2nd paper suggestions 2023


Ssc bangla 2nd paper suggestions 2023

 সম্পূর্ণ সাজেশন টি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

https://drive.google.com/file/d/1ALUR262jDtQzPzqPI0xtka1YcE38drbK/view 

সাজেশন থেকে কত % কমন আসবে 

সাজেশন থেকে ঠিক কত পারসেন্ট কখন আসবে তাই এই মুহূর্তে বলা সম্ভব নয়।  কেননা প্রশ্ন কোন গুলো আসবে সেটা কেউ জানে না।  কিন্তু বইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিস গুলা আছে সেগুলো নিয়েই আমরা সাজেশন তৈরি করি।  এখান থেকে অনেকগুলোই কমন পাবেন ইনশাআল্লাহ।  পরীক্ষা শেষে আপনারা মিলিয়ে দেখবেন কত পারসেন্ট কমন আসছে।  


বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার জন্য কিছু টিপস 

প্রথমেই আপনারা নির্মূল ভাবে বহুনির্বাচনি   প্রশ্নের উত্তর গুলো দিয়ে দিবেন। অবশ্যই খেয়াল রাখবেন যাতে ওএমআর শিটে কোন দাগ না পড়ে।  একটা প্রশ্নের উত্তরের জন্য যেন একাধিকবার দাগ দিতে না হয়।  একটাই উত্তর কেবলমাত্র একটি মাত্র বৃত্ত  ভরাট করতে হবে। ভালোভাবে সময় এর দিকে খেয়াল রাখতে হবে যাতে সকল প্রশ্ন এর উত্তর করা যায়। 


আশা করি সবাই উপকৃত হবেন এই পোস্টের মাধ্যমে।  আশা করি এই সাজেশন ফলো করলে আপনাদের পরীক্ষা ভালো হবে।  সবাই কে অসংখ্য ধন্যবাদ আমাদের সাজেশন টি দেখার জন্য।

Post a Comment

Previous Post Next Post